বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সব সংকটের একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: সব সংকট থেকে উত্তোরণের একমাত্র পথ নির্বাচন। আমরা চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। তাই আপনারা গণতন্ত্র চর্চা করুন, ভোট প্রয়োগে উদ্যোগ দেন। সার্থকভাবে নির্বাচন দিয়ে বিদায় নেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এসব কথা বলছেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

শনিবার ২১ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয়ের ৫৩ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
জোটের মহাসচিব হুমায়ুন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, বিএনপি’র কেন্দ্রীয় নেতা, পাবনা-১ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইউনুছ আলী প্রমুখ।

নিজেদের অন্তদ্বন্দ্বের কারণে অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল মন্তব্য করে বক্তারা বলেন, আগামী ভোট খুবই গুরুত্বপূর্ণ। সেই ভোটে সিদ্ধান্ত নিতে হবে ভারতের আধিপত্য ধরে রাখার শক্তি আওয়ামী লীগ থাকবে; নাকি জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি বিএনপি ক্ষমতায় থাকবে। এটা সোজা মেরুকরণ; এর মাঝামাঝি কিছু নাই।

পরিষ্কার কথা; আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম সেই ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। সমগ্র দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল। সেগুলো বিছিন্নভাবে দেখার বিষয় নয়।

শেয়ার করুন: