ডেস্ক রিপোর্ট : নড়াইলে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে পালকি ও ঘোড়ার গাড়িতে চড়ে ইতালি প্রবাসী পরিবারের সন্তানের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইতালি প্রবাসী নড়াইলের কালিয়া উপজেলা সদরের সেলিম শরীফ ও রিমা দম্পতির একমাত্র পুত্র সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপন শরীফের বিয়ে পালকি এবং ঘোড়ার গাড়িতে অনুষ্ঠিত হয়েছে। আধুনিকতার যুগে হেলিকপ্টার বা যানবাহনে করে বিয়ের আয়োজনের পরিবর্তে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করা হয়। যদিও সেলিম শরীফসহ তার পরিবারের ২৫ সদস্য দীর্ঘদিন যাবত ইতালি থাকেন। তবুও বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐহিত্য ধরে রাখতে পালকি ও ঘোড়ার গাড়িতে ছেলে বিয়ের আয়োজন করেন তারা। নড়াইল শহরের মহিষখোলা এলাকার সাইফুল ইসলাম ও বিথী দম্পতির কন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তির সঙ্গে। ব্যতিক্রমী এ আয়োজনে মুগ্ধ পাত্র-পাত্রীর পরিবারসহ আত্মীয়-স্বজনেরা।
এ আয়োজন দেখে মুগ্ধ পথচারীসহ বিভিন্ন পেশার মানুষও। খুশি পালকির বেহারা ও ঘোড়ার গাড়ির চালকও। থার্টিফাস্ট নাইটের আগে শহুরে পরিবেশের মধ্যে গ্রামীণ আমেজে গত দু’দিন ধরে বিয়ের এ আয়োজন করা হয়। (ভক্সপপ-০১ পাত্র-পাত্রী। ভক্সপপ-০২-পাত্র আপন শরীফের বাবা-মা সেলিম শরীফ ও রিমা দম্পতি)
এদিকে এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ বলছেন, অন্ততপক্ষে ৪০ থেকে ৪৫ বছর আগে পালকিতে বিয়ের আয়োজন চোখে পড়ত। বিশেষ করে গ্রামাঞ্চলের মাতবর এবং বড়লোক শ্রেণির লোকেরা এ ধরণের বিয়ের সব আয়োজন করতেন। একটা সময় পালকি বা ঘোড়ার চড়ে বিয়ের আয়োজন ছিল রীতিমত বড়লোকের বা জমিদারি প্রথা। আর দরিদ্র পরিবার সাধারণত হেঁটে বিয়ে করতেন।