বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন বনকর্মী অপহৃত হন। এ ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, গত সোমবার (৩০ ডিসেম্বর) যখন বনকর্মীরা টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করছিলেন। তখন দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান চালিয়ে ১৮ জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

শেয়ার করুন: