বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোঃ রহমত আলী শেখ এর কবিতা

দ্বিতীয় স্বাধীনতা

দুই হাজার চব্বিশ পাঁচই আগষ্ট
দ্বিতীয় স্বাধীনতা দিবস,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
বাংলার হলো ইতিহাস ।

শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ
হাজারের অধিক শহীদের নাম,
সালাম জানাই ছাত্র জনতার
ইতিহাস হয়ে থাকবে চির অম্লান ।

স্বৈরাচারী প্রধান মন্ত্রী
গণভবনে বসে,
হুকুম জারি করে দিলো
চালাও গুলি ছাত্র জনতার বুকে ।

গর্জে উঠিলো বীর বাঙ্গালী
দামাল ছাত্র ভায়ে,
বজ্র কণ্ঠে মিছিলে মিছিলে
উত্তাল রাজ পথ অলিগলি দিয়ে ।

ভয়ে সিংহাসন থরেথরে কম্পন
পুলিশ প্রশাসন,
স্থল, আকাশ পথে চালায় ফাইটার
মর্টার শেল এ‍্যাকশন ।

তবু পিছু-পা হয় নাই যোদ্ধা
নিরস্ত্র সাহসী জনতা,
ঝরেছে বুকের তাজা রক্ত
থেমে থাকে নাই ছাত্র জনতা।

খুনি হাসিনা করলো কালো আইন
একশো চুয়াল্লিশ ধারা,
ভঙ্গ করিলে অমনি গুলি
মৃত্যুর ভয় করে নাই বীর বাঙালি ।

ভঙ্গ করেছে চুয়াল্লিশ ধারা
মৃত্যুর ভয়ে কুণ্ঠিত নয়,
এবার বাংলা স্বাধীন হবে
এটাই হলো প্রতিজ্ঞা ।

মিছিলে মিছিলে উত্তাল জনসমুদ্রে
অমনি চালায় গুলি হায়নার দলে,
রক্তে রঞ্জিত হলো রাজপথ
মৃত‍্যুর কোলে পড়লো ঢলে ।

শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ
ওয়াসিম আকরাম গণে,
পঙ্গু,অন্ধ হয়ছে শত শত
স‍্যালুট জানাই তাদের স্মরণে

শেয়ার করুন: