ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় চাটমোহর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে পৌর সদরের বালুচর খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। চাটমোহর উপজেলা উলামা পরিষদ সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান এ সমাবেশ উদ্বোধন করেন।
এসময় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাওলানা মফিজ উদ্দিন, হাফেজ মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, চাটমোহর উপজেলা ছাত্র জনতার মঞ্চের হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে আমাদের বিরোধ নাই। সনাতনী আর ইসকন এক নয়। ইসকন নামক উগ্র সংগঠন নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
সেই সাথে বক্তারা ভারতীয় অধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসির দাবি জানান।