বিশেষ প্রতিনিধি : দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, সফল নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী’র সাথে ৩০ নভেম্বর তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম স্বরাষ্ট উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগতম জানানো হয়। সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে কুশল বিনিময়, পারস্পরিক সৌহার্দ পূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ডক্টর হোসনে আরা বেগম দেশে কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি আহবান জানান। তিনি বলেন দেশের অতি প্রয়োজনীয় কৃষিজাত পণ্য বিশেষ করে কিচেন ক্রপ পেঁয়াজ, রসুন, আদা মরিচসহ বিভিন্ন মসলা, শাক সবজি ও মসলা জাতীয় গৃহভিত্তিক ফসলাদি Vertical রেক ক্রপ বছর ব্যাপী উৎপাদন বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়। এ সকল কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়ানো গেলে দেশে মসলা জাতীয় খাদ্যের অভাব দূর করা সম্ভব। এ ছাড়াও বাজারের উপর নির্ভরশীলতা হ্রাস করার নিমিত্তে Homestreet vertical crop running by women পরিচালনার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করত, জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের মসলা জাতীয় খাদ্যের আমদানি হ্রাস করার প্রস্তাব দিলে উপদেষ্টা মহোদয় তাঁর প্রস্তাবগুলো আগ্রহ সহকারে শোনেন এবং এ বিষয়ে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবরে দাখিলের পরামর্শ দেন। মতবিনিময় শেষে ডক্টর হোসনে আরা বেগম স্বরাষ্ট্র উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয় ও ফাইভ স্টার হোটেল মমইন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন জগতসহ টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। উপদেষ্টা মহোদয় ডিভিশনাল হেড কোয়ার্টার গুলি পরিদর্শনের পর বগুড়ায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও অন্যান্য কার্যক্রম পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন