বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুণ্ড্র ইউনিভার্সিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাম্পাস ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে জিপিএ-৪.৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলকালীতে ভরে উঠেছিল। এইচএসসি পরীক্ষায় তাদের সাফল্যের জন্য সংবর্ধনার আয়োজন করেছিল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। ঐ দিন ইউনিভার্সিটির ক্যাম্পাসটি সেজেছিল বর্ণিল সাজে। সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্যুভেনীর দিয়ে বরণ ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ইউনিভার্সিটি মিলনায়তনে ১লা ডিসেম্বর রবিবারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির মাননীয় উপাচার্য প্রফেসর ড.চিত্ত রঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. এস.জে.আনোয়ার জাহিদ। অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশে নানা দিক নির্দেশনা দেন বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান উত্তর জনপদের কৃতি সন্তান টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অতিথি হিসেবে অনলাইনে আরও বক্তব্য দেন বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। প্রধান অতিথি’র বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. চিত্ত রঞ্জন মিশ্র কৃতি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, জীবনে বড় হতে হলে শুধু মেধা দিয়ে নয়, কঠোর পরিশ্রমীও হতে হবে। তিনি আরও বলেন জীবনে সাফল্য অর্জন করতে হলে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রফেসর ড. হোসনে-আরা বেগম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের মূল্য সম্পর্কে সচেতন ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে আরো অধিক সর্তক ও যত্নবান হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বর্তমান জেনারেশনকে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড ট্রাষ্টিজের ভাইস-চেয়ারম্যান টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র কল্যাণের উপদেষ্টা মোঃ নাজমুল হক, টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, সৈয়দ আলী আহম্মেদ ও প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ আলী আহম্মেদ কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ সাদিয়া আফরিন ও মোঃ নাহিদ ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, গণচিত্র পত্রিকার সম্পাদক ও আদিবাসী সংগঠক অধ্যাপক নজরুল ইসলাম, আনসার-হোসনে আরা নৈশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, কলেজ সমূহের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থী ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জনসংযোগ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক মোঃ জাহেদুল আলম।

শেয়ার করুন: