বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় টিএমএসএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএসের আওতাধীন পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইন’র কনভেনশন সেন্টারে ২ দিন ব্যাপী বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর শুরু হয়েছে। এ সাধারণ সভায় সংস্থার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১৪ হাজার ৬ শত ৬৫ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। গত সোমবার হোটেল মম ইন-এ দুই দিনব্যাপী বার্ষিক সাধারণ সভার শেষে এ বাজেট অনুমোদন করা হয়। সভার প্রথম দিনে টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম স্বাগত বক্তব্য দেন ও আলোচনার বিষয়গুলো উপস্থাপন করেন। সভায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ও টিএমএসএস পরামর্শক অধ্যাপক ড.এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী ও বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ। হেম সেক্টরের কার্যক্রম উপস্থাপন করেন সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীনের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ পরিষদের সদস্য মিনতি আখতার বানু ও কোষাধ্যক্ষের পক্ষে আর্থিক প্রতিবেদন ও বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন আয়শা বেগম। এ ছাড়াও সকল সেক্টর প্রধানগন তাদের নিজ, নিজ সেক্টরের কার্যক্রম উপস্থাপন করেন। সভায় সকলের আলোচনা,পর্যালোচনা শেষে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনা ও আগামী অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় ডমেস্টিক সেলস্ এন্ড পার্সেস কুপন চালু, টিএমএসএস ডিসিপ্লিন স্পেশাল ব্র্যাঞ্চ প্রতিষ্ঠা, ভলিন্টিয়ার ফাউন্ডেশন গঠন, অবলোপনকৃত অর্থ আদায়ে একটি স্বতন্ত্র বিভাগ গঠন, গ্লোবাল আইন বিভাগ প্রতিষ্ঠা ও
আজীবন সদস্য অন্তর্ভুক্তকরণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে
সভা শুরুর আগে অন্তবর্তী সরকারের ভূমি, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও টিএমএসএস-এর আজীবন সদস্য, কর্মকর্তা ও কর্মীদের মৃত্যুতে শোক ও দোয়া করা হয়। সভায় টিএমএসএস পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা খাতুন ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার ও উর্ধ্বতন কর্মকর্তা, পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ও টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রমুখ বক্তব্য দেন। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে টিএমএসএস এর নতুন, নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে। এ ছাড়াও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা, পর্ষদ পরিচালক, জীবন সদস্য, টিএমএসএসের সকল সেক্টর প্রধান, ডোমেইন প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও প্রশাসন মোঃ আঃ হান্নান।

শেয়ার করুন: