বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হারানো মোবাইল উদ্ধারে সাফল্য দেখাচ্ছে এপিবিএন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরা এপিবিএন হারানো মোবাইল ও অর্থ উদ্ধার করে একের পর এক সাফল্য দেখাচ্ছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ সঠিক দিক-নির্দেশনায় এ সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাটালিয়ানের সহঅধিনায়ক পুলিশ সুপার মোঃ শাহরিয়ার আল মামুন এর তত্ত্বাবধানে সাইবার এন্ড অপারেশনস ইউনিট সদস্যরা বিভিন্ন ব্যাক্তির হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ফেক আইডি পুনরুদ্ধার, মোবাইল ব্যাংকিং প্রতারণা, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারী ঢাকার উত্তরা অফিসে বিভিন্ন ব্যক্তির হারানো মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত প্রদান করা হয়েছে। গত ২৩ জানুয়ারী জিডি করা ঢাকার উত্তরার ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন জেলার থানা সমূহে সাধারণ ডাইরীভুক্ত ১২টা হারানো মোবাইল সেট ও বিকাশে ভুলবশত অন্য মোবাইল নম্বরে চলে যাওয়া নগদ ৪৫ হাজার ২ শত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করেন ১-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আব্দুল লতিফ। এ সময় ব্যাটালিয়ানের সহকারী অধিনায়ক শাহারিয়ার আল মামুন, ব্যাটালিয়ানের অন্য সদস্য ও সুবিধা ভোগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

প্রকৃত মালিকগণ তাদের হারা‌নো মোবাইল ফোন ও নগদ অর্থ দ্রুততম সম‌য়ে ফেরত পে‌য়ে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন: