নিজস্ব প্রতিবেদক : পাবনার সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামে চরমপন্থি দলের এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। তিনি ঘোড় গাড়ি চালাতেন পাশাপাশি চরমপন্থী দলেন নেতৃত্ব দিতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান রাতে বাকুল তার ঘোড়ার গাড়িতে করে ভাড়ায় ধান পরিবহন করছিল। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে প্রথমে তাকে কুপিয়ে কুপিয়ে আহত করে। পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি জানান।