পাবনায় ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৫টি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ হোসেন ওরফে সাগরকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ ওরফে সাগর জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩টি দস্যুতা, ১টি মাদক ও ২টি হত্যাচেষ্টাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়।