নিজস্ব প্রতিবেদক : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ার জালাল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আতিয়ার রহমান খান ও ইজ্জত আলী। তাদের ঢাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা এখন পাবনা সদর থানা হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়, সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জালাল উদ্দিনের অবস্থা গুরুতর হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে ও বিএনপি কর্মী ছিলেন।