নিজস্ব প্রতিবেদক
পাবনা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর এমডি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি শুক্রবার রাতে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় অধ্যক্ষ বিশ^াস বলেন. তিনি সাংবাদিক আখতারের মেধা, দক্ষতা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব সম্পর্কে বহু বছর আগে থেকেই জানেন। তার মত একজন খ্যাতিমান সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদী। তিনি তার সুস্থতা ও কল্যাণ কামনা করেন। তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ নির্বাচিত অন্যান্যদেরও অভিনন্দন জানান। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করে বলেন, ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব স্বমহিমায় উজ্জ্বল থাকুক। সাংবাদিক আখতারুজ্জামান আখতার এ সময় অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাসকে ধন্যবাদ জানান।