বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুজানগরে কৃতী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগরে মানিকদীর মুন্সি গহের আলী হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসায় হিফজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫৯ জন বোর্ড স্ট্যান্ডকারী ও হিফজ সম্পন্নকারী ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি, মাদ্রাসার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন আজম আলী বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, হাফেজ আব্দুল বারি, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আনসার ভিডিপি ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খাঁন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, প্রকৌশলী আব্দুল্লাহ আল আলমগীর, অধ্যাপক খলিলুর রহমান ঝন্টু, শফিউল আজম শফি, সিদ্দিকুর রহমান পিন্টু, আব্দুল আজিজ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রহিম খান।

প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহ্যবাহী মাদ্রাসাটির মানোন্নয়নের জন্য নানা দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তার পক্ষে সম্ভব সার্বিক সহযোগিতার আশ^াস দেন। বেশ কিছু অভিবাবক তাদের সন্তানের এ মাদ্রাসার পড়াশোনার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
শেষে মাদ্রাসার আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন: