সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় সোনাই বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মন মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সোনাই বিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। বিলটি সরকারীভাবে ইজারা দেওয়া রয়েছে।
জানা গেছে, প্রায় ৭৫ একর জলা সমৃদ্ধ এ বিলটি কল্যাণপুর মৎজীবী সমবায় সমিতি সরকারকে বাৎসরিক প্রায় ২০ লাখ টাকা দিয়ে ইজারা নিয়েছে। সমিতির সদস্য বেশিরভাগ বিল এলাকার বেকার যুবক। তারা বিলুপ্ত প্রায় দেশীয় মাছ উৎপাদনে ও রক্ষাণাবেক্ষণ করে আসছে। তারা ইজারা নেওয়ার পাশাপাশি নিজেরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে পোনা উৎপাদনসহ নানা প্রজাতির মাছ চাষ করেন ওই বিলে। শনিবার দিবাগত গভীর রাতে দুস্কৃতকারীরা বিলে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে । এতে বিলের শোল, টাকি, শিং, বাইম, ভেদা, রুই, কাতল, জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে ওঠে। আবার অনেক মাছ মরে ডুবে গেছে।
সোনাই বিলে গিয়ে দেখা যায়, বিলের পাড়ে গ্যাসট্যাবলেট পড়ে রয়েছে। মাছ মরে সব ভেসে উঠেছে। স্থানীয়রা ওই পানি থেকে পঁচা মরা মাছ মেরে নিয়ে যাচ্ছে। এ সময় বিলের মৎস্য উৎপাদনকারীর ও ইজারাদার কল্যাণপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আক্কাস আলীস জানান, আমরা বেকার যুবকেরা মিলে দেশীয় মাছ উৎপাদন ও রক্ষণাবেক্ষনের জন্য কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছি। মাছ ধরার সময় এসে দুর্বৃত্তরা আমাদের বিশাল ক্ষতি করেছে। এটা শুধু আমাদের ক্ষতিই নয় এরা দেশেরও ক্ষতি করেছে। তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা ওই বিল জোর করে ভোগ দখল করে খেত তারা আমাদের এই সর্বনাশ করেছে বলে ধারণা। ইজারাদার যুবক সাইফুল, রিপন, আসাদুল, আলম, সাইফুল ইসলাম বলেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে যেন প্রশাসন দোষীদের আইনের আওতায় নিয়ে আসে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।