নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। মাধপুর- বেড়া মহাসড়কে রাঙামাটিয়া নামক স্থানে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রমিকবাহী অটোভ্যানটি রাস্তার পাশে থামানো ছিল।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোভ্যানে করে বেশ কয়েকজন কৃষি শ্রমিক পেঁয়াজ ক্ষেতে শ্রম বিক্রির জন্য যাচ্ছিলেন। মাধপুর- বেড়া মহাসড়কে রাঙামাটিয়া নামক স্থানে এসে তাদের বহন করা অটোভ্যানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে চালক রাস্তার পাশে তার ভ্যান থামিয়ে রেখেছিলেন। এ সময় মাধপুর থেকে সাঁথিয়ার দিকে একটি মালবাহী ট্রাক পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন যাত্রী মারা যান। আহত হন আরো ৫ জন।
স্থানীয়রা জানিয়েছেন ঘন কুয়াশা থাকায় ট্রাক চালক অটোভ্যানটিকে দেখতে পায়নি। তারা আরো জানান, সাঁথিয়ায় পেঁয়াজ লাগানোর মৌসুমে ম্রমিকের দাম বেশি থাকায় অন্য এলাকার শ্রমিকরা এখানে শ্রম বেচতে আসেন। অন্য দিনের মতো ভোরে কয়েকজন শ্রমিক পেঁয়াজ রোপণের কাজে যাচ্ছিলেন।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। নিহতদের মতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে